কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগে অংশগ্রহনকারী ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাবের ক্রিকেট অনুশীলনের উদ্বোধন করেছেন ক্লাবের সভাপতি, সিজেকেএস নির্বাহী কমিটির সদস্য ও ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় এম এ আজিজ স্টেডিয়ামে ক্রিকেট অনুশীলনের উদ্বোধনে আরো উপস্থিত ছিলেন লাকী স্টার ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সিজেকেএস কাউন্সিলর শিক্ষক শাহাদাত হোসেন, ক্লাব কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ক্লাব কর্মকর্তা সামিউল হাসান রুমন, ক্রিকেট কোচ আমিনুল হক, সহকারী কোচ মো. সামাদ, লাকী স্টার ক্লাবের ফুটবল কোচ মো. ফরহাদ, মহানগর ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক অসিউর রহমান, আসিফুল হক সিফাত, ক্রিকেট খেলোয়াড় জুনায়েন হাসান ইফাজ, তাসনিমুল হাসান ইরাব প্রমুখ।