গুণগত মান অক্ষুণ্ন রেখে সুন্দর নগরী গড়ার দৃঢ় প্রত্যয়ে নগরীর গুরুত্বপূর্ণ এলাকা ফিরিঙ্গীবাজারে সিপিডিএল জলঝিরির যাত্রা শুরু হয়েছে। চট্টগ্রাম তথা দেশের আবাসন শিল্পে সম্পূর্ণ নতুন ও ভিন্ন মাত্রার প্রকল্প গড়ার প্রত্যয় নিয়ে এই দৃষ্টিনন্দন স্থাপনাটির নির্মাণ পরিকল্পনা করা হয়েছে। গত শুক্রবার একটি অনুষ্ঠানের মাধ্যমে নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, ভূমি মালিক নাসির উদ্দিন বাহাদুর ও পরিবারবর্গ। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নগর পরিকল্পনাবিদ স্থপতি শাহিনুল ইসলাম খান, অথরাইজড অফিসার মোহাম্মদ হাসান, সিপিডিএলের এমডি অ্যান্ড সিইও ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সিপিডিএলের এমডি অ্যান্ড সিইও ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন তার বক্তব্যে প্রকল্পের নির্মাণশৈলী, সকল প্রকার সুযোগ সুবিধার পাশাপাশি যৌক্তিক ও গ্রহণযোগ্য বিন্যস্ততা এবং সর্বোপরি আবাসন শিল্পে সিপিডিএল জলঝিরিকে একটি ল্যান্ডমার্ক প্রকল্প হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। ভূমি মালিকরা তাদের বক্তব্যে সিপিডিএলের ব্র্যান্ড আইডেন্টিটি ‘যথার্থমানে সঠিক সময়ে হস্তান্তর’ এর মাধ্যমে তাদের এই প্রকল্পটি যথার্থভাবেই বসবাসকারীদের স্বপ্ন বাস্তবায়ন করবে এই আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।