ফিনলে সাউথ সিটিতে উইন্টার ফেস্ট শুরু

| বুধবার , ১২ নভেম্বর, ২০২৫ at ৬:২৩ পূর্বাহ্ণ

নগরীর বহদ্দারহাটস্থ ফিনলে সাউথ সিটি শপিংমলে বর্ণিল আয়োজনে শুরু হয়েছে ১২ দিনব্যাপী উইন্টার ফেস্টিভ্যাল। গত ১০ নভেম্বর বেলুন উড়িয়ে এবং কেক কেটে উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফিনলে প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুফাখখারুল ইসলাম খসরু। এই উৎসব চলবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ফিনলে সাউথ সিটি শপ ওনার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জসীম উদ্দিন এবং সাধারণ সম্পাদক আইয়ুব খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফিনলে প্রোপার্টিজের সিনিয়র জিএম মোহাম্মদ আবদুল্লাহ নাসের, ফেস্টিভ্যাল আয়োজক কমিটির আহ্বায়ক শাহরিয়ার হোসেন আবেদী, অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী, সহসভাপতি মোরশেদুল ইসলাম, অর্থ সম্পাদক ইয়াসিন নুরসহ শপিং মলের ব্যবসায়ীরা। প্রধান অতিথির বক্তব্যে মুফাখখারুল ইসলাম খসরু বলেন, ক্রেতাদের প্রতি আমাদের প্রথম প্রতিশ্রুতিগুণগত ও মানসম্মত পণ্য নিশ্চিত করা। ফিনলে সাউথ সিটি শুধু একটি শপিংমল নয়, এটি ক্রেতাদের বিশ্বাসের জায়গা। এখানে যারা আসেন তারা জানেন দাম, পণ্য এবং সেবাসবকিছুই হবে স্বচ্ছ ও প্রত্যাশা অনুযায়ী। আমাদের লক্ষ্য হলো ক্রেতারা যেন কোনো দুশ্চিন্তা বা প্রতারণার ভয় ছাড়াই স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারেন।

অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল উদ্বোধনী অনুষ্ঠান। বিকেলের পর্বে দেশসেরা ব্লগার ও কনটেন্ট ক্রিয়েটরদের উপস্থিতিতে মেলায় বাড়তি প্রাণের সঞ্চার ঘটে। শপিংমল কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের উৎসবে প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট এবং র‌্যাফেল ড্র। এতে পুরস্কার হিসেবে দেওয়া হবেস্মার্টফোন, ক্রিডেন্স ওয়াচ, এলইডি টিভিসহ মোট ২৭টি আকর্ষণীয় পুরস্কার। এছাড়া প্রতিদিন বিকেল থেকে অনুষ্ঠিত হবে কুইজ প্রতিযোগিতা, থাকবে উপহার সামগ্রী এবং আনপ্লাগড লাইভ মিউজিক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঢাবিতে দেলাওর হোসাইন ও এমদাদুল হক মাইজভাণ্ডারী গবেষণা বৃত্তি প্রদান
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম পলিটেকনিক মাঠে খেলতে নেমে আর ফেরা হলো না বিজয়ের