ফাইনালে ম্যাচ সেরার পুরস্কারের অর্থ মাঠকর্মীদের দিলেন সিরাজ

| সোমবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:৪৪ পূর্বাহ্ণ

এবারের এশিয়া কাপে পুরো টুর্নামেন্ট জুড়ে বৃষ্টির দাপট। মাঠকে খেলার উপযুক্ত করতে টুর্নামেন্টে লঙ্কান মাঠকর্মীদের প্রচেষ্টা ছিল চোখে পড়ার মতো। সেই কাজের স্বীকৃতিও পেলেন তারা। ফাইনাল শেষে গতকাল রোববার শ্রীলঙ্কার মাঠকর্মীদের ৫০ হাজার ইউএস ডলার পুরস্কার দেওয়া হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ অর্ধকোটি টাকারও বেশি (৫৪ লাখ ৭৮ হাজার টাকা প্রায়)। এদিকে ফাইনালে দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ। আর্থিক পুরস্কার হিসেবে পেয়েছেন ৫ হাজার ডলার বা সাড়ে পাঁচ লাখ টাকার মতো। পুরস্কার বিতরণী মঞ্চে উঠেই ভারতীয় এই পেসার ঘোষণা দিলেন, তার পুরস্কারের অর্থ পুরোটাই তিনি মাঠকর্মীদের উপহার দিতে চান।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশকে লজ্জার রেকর্ড থেকে মুক্তি দিলো শ্রীলংকা
পরবর্তী নিবন্ধতারিকুল ইসলাম খান স্মৃতি স্নুকারে ওয়াসেফ চ্যাম্পিয়ন