ফাইনালের আশা জিইয়ে রাখল হায়দ্রাবাদ

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ৭ নভেম্বর, ২০২০ at ১১:১১ পূর্বাহ্ণ

আইপিএল থেকে আরো একবার খালি হাতে বিদায় হল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। অপরদিকে ব্যাঙ্গালুরুকে হারিয়ে ফাইনালের আশা জিইয়ে রাখল সান রাইজার্স হায়দ্রাবাদ। গতকাল শুক্রবার আবুধাবিতে অনুষ্ঠিত ম্যাচে ব্যাঙ্গালুরুকে সহজে ৬ উইকেটে পরাজিত করে ফাইনালের পথে থাকল হায়দ্রাবাদ। আগামীকাল দিল্লি ক্যাপিটালকে হারাতে পারলেই ফাইনালে পৌঁছে যাবে হায়দ্রাবাদ। প্রথমে ব্যাট করতে নামা ব্যাঙ্গালুরু নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে মাত্র ১৩১ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে তিনজন মাত্র ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে যেতে পেরেছে। তারা হলেন ডিভিলিয়ার্স ৫৬, ফিঞ্চ ৩২ এবং সিরাজ করেন ১০ রান। হায়দ্রাবাদের পক্ষে তিনটি উইকেট নিয়েছেন জেসন হোল্ডার। জবাবে ব্যাট করতে নামা হায়দ্রাবাদ ১৯.৪ ওভারে চার উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে উইলিয়ামসন ৫০ রানে অপরাজিত থাকেন। এছাড়া ওয়র্নার ১৭, মনিস পান্ডে ২৪ এবং হোল্ডার ২৪ রানে অপরাজিত থাকেন। ব্যাঙ্গালুরুর পক্ষে ২ টি উইকেট নেন সিরাজ। ম্যাচ সেরা হয়েছেন উইলিয়ামসন।

পূর্ববর্তী নিবন্ধমসজিদ থেকে বের হয়ে দেখে মোটরসাইকেলটি নেই
পরবর্তী নিবন্ধবাংলাদেশকে বৈষম্যমুক্ত করা ছিল কর্নেল তাহেরের লক্ষ্য