ফাঁসির আসামি দীন মোহাম্মদের মৃত্যু

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ১৯ অক্টোবর, ২০২২ at ৬:২৫ পূর্বাহ্ণ

দশ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি দীন মোহাম্মদ মারা গেছেন। গত সোমবার রাত আড়াইটার দিকে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। তিনি জেলে দীর্ঘদিন অসুস্থ ছিলেন বলে জানা যায়।

আনোয়ারা উপজেলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম বলেন, দীন মুহাম্মদ জেলে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তার মরদেহ ঢাকার একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানতে পেরেছি। রাতে তার লাশ চট্টগ্রামে চলে আসার কথা ছিল। তিনি স্ত্রী, ২ মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তিনি বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর গ্রামের আজগর আলী চৌধুরী বাড়ির মৃত নুরুল ইসলামের পুত্র।

২০০৪ সালের ১ এপ্রিল রাতে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা সিইউএফএল জেটিঘাটে খালাসের সময় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ১০ ট্রাক অস্ত্রের চালান আটক করে পুলিশ। এ মামলায় দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ২০১৪ সালের শুরুতে রায় দেয় চট্টগ্রামের মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল। এতে ৫২ জন আসামির মধ্যে ১৪ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। খালাস দেয়া হয় ৩৮ জনকে।

পূর্ববর্তী নিবন্ধসুখের সংসার ও সাম্প্রদায়িক সম্প্রীতি
পরবর্তী নিবন্ধডেথ রেফারেন্স ও আপিল শুনানি ৩ জানুয়ারি