ফরহাদাবাদ শিশু পরিবারের শিক্ষার্থীদের জেলা প্রশাসকের সাইকেল উপহার

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২ মার্চ, ২০২৩ at ৬:২২ পূর্বাহ্ণ

হাটহাজারীর ফরহাদাবাদ শিশু পরিবারের শিক্ষার্থীদের জেলা প্রশাসকের উপহার হিসেবে সাইকেল প্রদান করা হয়েছে। গতকাল বুধবার জেলা প্রশাসকের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার এই সাইকেল প্রদান করেন।

ইউ এন ও মো. শাহিদুল আলম জানান, গত মঙ্গলবার জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফকরুজ্জামান ফরহাদাবাদ শিশু পরিবার পরিদর্শন করেন।শিশু পরিবারের তিনজন এতিম শিক্ষার্থী নাজিরহাট কলেজে লেখাপড়া করে। তাদের কলেজে যাতায়াতের সমস্যার কথা শুনে জেলা প্রশাসক আবেক আপ্লুত হয়ে পড়েন। তিনি তাৎক্ষনিক ইউ এন ও কে তিন শিক্ষার্থীকে সাইকেল কিনে দেওয়ার নির্দেশনা প্রদান করেন ।

গতকাল বুধবার জেলা প্রশাসকের নির্দেশনা অনুসারে শিক্ষার্থীদেরকে সাইকেল তুলে দেন। কলেজ যাতায়াতের জন্য বাহন পেয়ে শিক্ষার্থীরা খুব খুশী। সাইকেল পেয়ে তিন শিক্ষার্থী জেলা প্রশাসককে প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে কৃষি জমির টপসয়েল কাটায় লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধস্কুল ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ চেষ্টা, দুই কিশোর আটক