ফতেয়াবাদ আবাসিক কল্যাণ সমিতির মতবিনিময় সভা

| শনিবার , ১৬ নভেম্বর, ২০২৪ at ৮:৫৫ পূর্বাহ্ণ

নগরীর ১নং দক্ষিণ পাহাড়তলীস্থ ফতেয়াবাদ আবাসিক কল্যাণ সমিতির কার্যালয়ে সমিতির সদস্যদের মতবিনিময় সভা সহসভাপতি আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় গতকাল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সভাপতি সৈয়দ হোসেন, সহসভাপতি আতিকুল আজম খান, সাধারণ সম্পাদক রোকন উদ্দিন চৌধুরী, সহসম্পাদক এসএম জিয়াউল ইসলাম, যুগ্ম অর্থ সম্পাদক আহসান উল্লাহ মজুমদার, সাংগঠনিক সম্পাদক রিয়াজ সুমন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আফতাবুল আবরার রানা, অর্থ সম্পাদক মোঃ আশফাকুর রহমান তারেক, প্রজেক্ট সেক্রেটারি মীর মোহাম্মদ মাহাবুবুল আলম, প্রচার সম্পাদক কবির হোসেন, ক্রীড়া সম্পাদক মোঃ মাহফুজুর রহমান, মহিলা সম্পাদিকা রানু সিদ্দিকী প্রমুখ। এ সময় বক্তারা, আবাসিকের আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা কর্মী নিয়োগ, সড়ক প্রশস্ত করনসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

এ সময় বক্তারা সদস্যদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় ও মজবুত করার আহ্বান জানান। মতবিনিময় শেষে কোরআন খতম, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় সমিতির স্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজলবায়ু ন্যায্যতার দাবিতে সাইকেল র‌্যালি ও সমাবেশ
পরবর্তী নিবন্ধস্বৈরাচারী আ.লীগ পালিয়ে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে