ফটিকছড়ি পৌরসভা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গত ৩০ আগস্ট অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন ফটিকছড়ি পৌরসভা বি.এন.পির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন। মিছিলটি ফটিকছড়ির উপজেলার বিভিন্ন রোড প্রদক্ষিণ শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মোবারক হোসেন কাঞ্চন চেয়ারম্যান। সভা পরিচালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ। বক্তাগণ জ্বালানি তেল, পরিবহন ভাড়া ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ভোলায় গুলি করে ছাত্রনেতা নুরে আলম ও সেচ্চাসেবক দলের আব্দুল রহিমকে হত্যার তীব্র নিন্দা জানান।
সমাবেশে বক্তব্য রাখেন মিয়া খান ফরিদ, শামশুল আলম মেম্বার, সৈয়দুল হক, মোহাম্মদ আলী, জসিম উদ্দিন নান্নু, নাজিম উদ্দিন, ডা.আবু সালেহ, শাহাবুদ্দিন মিন্টু, মাওলানা দিদার, জহির আলম, আবুল হাসেম, মোহাম্মদ মোস্তফা, জসিম উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।