পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুস গত ২৩ অক্টোবর ফটিকছড়ি উপজেলার শফিকিয়া দরবার শরীফ থেকে বের হয়। আঞ্জুমানে বারিয়া আহমদিয়া বাংলাদেশের উদ্যোগে ও বারিয়া শফিকুল মুনির যুব কমিটির তত্ত্বাবধানে আয়োজিত জুলুস পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে দরবার শরীফে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন পীরে কামেল চৌধুরী মোহাম্মদ শফিকুল ইসলাম মুনিরী (মজিআ)। উপস্থিত ছিলেন শাহজাদা মাওলানা মোহাম্মদ ফখর উদ্দিন চৌধুরী, মোহাম্মদ ছালাহ উদ্দিন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব ও রাজনীতিক সাকিবুল আলম চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।