ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদ কামাল হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সৈয়দ মুহাম্মদ বাকেরকে কারাগারে পাঠানো হয়েছে। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে গতকাল সোমবার আত্মসমর্পণ করলে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ ইসমাইল হোসেনের আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন। সৈয়দ বাকের ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নের সৈয়দ পাড়া এলাকার মৃত সৈয়দ আহমদুল আলমের ছেলে। জেলা ও দায়রা জজ আদালতের পিপি একেএম সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, উচ্চ আদালত কর্তৃক পাওয়া জামিনের মেয়াদ শেষ হলে সৈয়দ বাকের জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। আদালত জামিন আবেদনটি নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রসঙ্গত, ২০২০ সালের ১১ জুন ফটিকছড়ির নানুপুর বাজারের মাজার গেটের সামনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তরা অতর্কিত গুলি চালিয়ে নানুপুর স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি রাশেদ কামালকে খুন করে। এ ঘটনায় রাশেদ কামালের মা জাহানারা বেগম বাদী হয়ে সৈয়দ বাকেরসহ ৬ জনের নাম উল্লেখ করে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।