ফটিকছড়িতে ভুয়া এসএসআই কর্মকর্তা আটক

ফটিকছড়ি প্রতিনিধি | শুক্রবার , ১ অক্টোবর, ২০২১ at ১১:০০ অপরাহ্ণ

ফটিকছড়িতে এক ভুয়া এনএসআইয়ের ডেপুটি মেজরকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলের দিকে ভূজপুর থানার বাগান বাজার ইউনিয়ন পরিষদ থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম অমল কান্তি দাশ বনিক (৪৯)। তিনি কুমিল্লা জেলার কুমিল্লা থানার ঠাকুরপাড়া এলাকার মৃত নরেন্দ্র চন্দ্রদাশ বণিকের পুত্র।

এ বিষয়ে ভূজপুর থানার উপ পরিদর্শক জয়নাল আবেদিন বলেন, বৃহস্পতিবার বিকেলে ওই ব্যক্তি বাগান বাজার ইউপি চেয়ারম্যানের বাড়িতে নিজেকে এসএসআইয়ের ডেপুটি মেজর ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী নমিতা হালদারের বিশেষ কর্তকর্তা পরিচয়ে চেয়ারম্যানের খোঁজ করেন এবং তাঁর বাড়িতে রাত্রিযাপন করতে চান।

একইভাবে শুক্রবার সকালেও বাগান বাজার ইউনিয়ন পরিষদে গিয়ে ঘোরাঘুরি করতে থাকলে স্থানীয় মেম্বার ওই ব্যক্তিকে আটকে রাখেন। চেয়ারম্যান রুস্তম আলী পুলিশকে এমন অভিযোগ জানালে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) আসহাব উদ্দিন বলেন, এনএসআই পরিচয়ে প্রতারণার অভিযোগে অমল নামক ব্যক্তিকে আটক করে থানা নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে প্রতারণার মামলা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় তিন গরু চোরকে গণধোলাই, পুলিশে সোপর্দ
পরবর্তী নিবন্ধবন্দরে বিদেশি জাহাজের দুই নাবিকের মৃত্যু