ফটিকছড়িতে বাস চাপায় মহিলার মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ২০ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:১১ পূর্বাহ্ণ

ফটিকছড়ির নাজিরহাটমাইজভান্ডার সড়কের দরবার কমিউনিটি সেন্টারের সামনে বাস চাপায় তুলশি দেবি (৫৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত তুলশি দেবি উপজেলার খিরাম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নাথ পাড়ার বাসিন্দা মৃত পরিমল নাথের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, দরবারমুখী একটি দ্রুতগামী বাস ওই মহিলাকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। ঘাতক বাসটির নম্বর চট্টমেট্টোছ ১১৪০১২। দুর্ঘটনার পরপরই বাসটি ফেলে চালক পালিয়ে যায়। নিহতের ছেলে মিন্টু নাথ বলেন, ঘটনাস্থলের পাশে আমি পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকি। আমার মা বাসায় ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধ‘কর্ণে দোলাবো তৃতীয়া তিথির চৈতী চাঁদের দুল দেবো খোঁপায় তারার ফুল’
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে জাগৃতির চিত্রাংকন প্রতিযোগিতা উদ্বোধন