ফটিকছড়িতে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ৪৫ ভরি স্বর্ণালংকার ও আড়াই লক্ষ টাকা লুট করে নিয়ে গেছে বলে গৃহকর্তা অভিযোগ করেছেন।
আজ শুক্রবার (২৫ মার্চ) ভোর রাতের দিকে সুন্দরপুর ইউনিয়নের পাঁচ পুকুরিয়া এলাকার দেলোয়ার হোসেন ম্যানশনে এ ঘটনা ঘটে।
ওই পরিবারের সদস্য ও ফটিকছড়ি সিজল শাখার সত্ত্বাধিকারী আব্দুল্লাহ আল মাবুদ বলেন, “রাত ৩টার দিকে ঘরের যে রুমে কেউ থাকত না ওই রুমের জানালা কেটে ডাকাতদল ঢুকে আমার রুমে আসে। ওই সময় ঘরের সবাই ঘুমানো অবস্থায় ছিল। রুমে আসার সাথে সাথে তারা আমার হাত-পা বেঁধে ফেলে। এরপর এক এক করে অন্য রুমে যারা ছিল সবাইকে এক রুমে নিয়ে এসে হাত-পা বেঁধে রাখে। তারপর ধারালো অস্ত্র দিয়ে আমাদের জিম্মি করে ৪৫ ভরি স্বর্ণালংকার ও আড়াই লক্ষ টাকা সহ কয়েকটি মোবাইল ফোন নিয়ে যায় তারা।”
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘরের চারপাশে দেয়াল দেয়া এবং সিসি ক্যামেরা আছে তবে ডাকাত দল সিসি ক্যামেরার রিসিভারটি নিয়ে যায়। ডাকাতদল ঘরের ৫টি রুমে লুটপাট চালায়।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাসুদ বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লুটপাট হওয়া ঘরের বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। গৃহকর্তা বাদী হয়ে মামলা দায়ের করছেন। তদন্ত চলছে।”