ফটিকছড়িতে বিভিন্ন সময়ে অগ্নিদুর্গত পরিবার এবং মসজিদ, মাদ্রাসা ও মন্দিরে অর্থ সহায়তা দিয়েছেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ আবু তৈয়ব। গত ২৬ মে উপজেলা পরিষদ প্রাঙ্গণে নারায়ণহাট ইউনিয়নে সামপ্রতিক সময়ে অগ্নিদুর্গত পরিবার, বখতপুর, সুন্দরপুর ইউনিয়নে মসজিদ, মন্দিরে সরকারি এবং ব্যক্তিগত তহবিল থেকে ৫ লক্ষ টাকা অনুদান প্রদান করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, সাবেক ছাত্রনেতা জয়নাল আবেদীন, মীর মোরশেদ, যুবলীগ নেতা এস এম মাসুদ পারভেজ ও বশির। প্রেস বিজ্ঞপ্তি।