ফটিকছড়িতে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। সোমবার রাত ১০টার দিকে মাইজভাণ্ডার দরবার শরীফের রাস্তার মাথা এলাকায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ঘটনার প্রায় ৪০ মিনিট পর ফায়ার সার্ভিসের একটি দল সেখানে পৌঁছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পুড়ে যাওয়া দোকানগুলো হলো-সাবলুর হার্ডওয়ারের দোকান, ইসমাইলের ডেকোরেশন, ইয়াছিনের নার্সারি, পিন্টুর ফার্মেসি, মাহাবুবের সাউন্ড সিস্টেম, শরিফের সেলুন, পারভেজের মোবাইলের দোকান এবং এরশাদের সারের দোকান।