ফটিকছড়ি থানাধীন কাঞ্চননগর লেলাং খালু বালু মহালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম।
ফটিকছড়ি থানা পুলিশ ও স্থানীয়দের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মেশিনের সাহায্যে প্লাস্টিক পাইপের মাধ্যমে অবৈধভাবে উত্তোলিত প্রায় ১০,০০০ ঘনফুট বালি পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয় এবং বালু উত্তোলনে ব্যবহৃত প্লাস্টিকের পাইপসহ বেশকিছু সরঞ্জাম ধ্বংস করা হয়। জব্দকৃত বালু তাৎক্ষণিক ও উম্মুক্ত নিলামে বিক্রি করে বিক্রিত অর্থ রাষ্ট্রিয় কোষাগারে জমা করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এসিল্যান্ড এটিএম কামরুল ইসলাম।