ফটিকছড়িতে পৌষ মেলা উদ্বোধন

ফটিকছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ জানুয়ারি, ২০২৪ at ১০:৩১ পূর্বাহ্ণ

ফটিকছড়ির তৌহিদুল আনোয়ার হাই স্কুলের উদ্যোগে ৪দিন ব্যাপী পৌষ মেলার উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার পাশা বলেন,২০১০ সালে বাল্য বিবাহ বিরোধী আন্দোলন সূচনা হয়েছে আমার হাত দিয়ে। সে সময়ে আমি সেনবাগের ইউএনও ছিলাম। তখন শুরু করেছি, এটার সুফল এখন আমরা পাচ্ছি। ১৮বছরের নিচে যে বয়সে নিজেরাই শিশু, এ শিশুদের কাঁধের উপর ২,১টা শিশু চাপিয়ে দিতে পারিনা। সচেতন মা হিসেবে গড়ে তুলতে হলে বাল্য বিবাহের মত এসব অপতৎপরতা থেকে অভিভাবকদের দূরে থাকতে হবে। আহমেদ শামসুল আনোয়ার ফাউন্ডেশন প্রত্যন্ত এলাকায় এ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। মানুষ ব্যবসা প্রতিষ্ঠান করেন, তারা জাতি গঠনে শিক্ষা প্রতিষ্ঠান গড়েছেন। গতকাল সোমবার ফাউন্ডেশনের সভাপতি এ.এস.এম কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাউসার বেগম স্বাগত বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান সালামত উল্লাহ চৌধুরী শাহীন, ভূজপুর থানার ওসি মো.কামরুজ্জামান, মেলা পরিচালনা কমিটির আহবায়ক মো.সুজাউদ্দীন জাফর, ইউপি চেয়ারম্যান মো.আবু জাফর মাহমুদ, ইউপি চেয়ারম্যান মো.ইকবাল হোসেন, শমশের শরীফ, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো.আনোয়ার হোসেন, মো.সাইফুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধখেলাঘর চট্টগ্রাম মহানগরের সভা
পরবর্তী নিবন্ধবিপ্লবীদের স্মৃতি বিজড়িত ম্যুরাল স্থাপন করা হবে