চট্টগ্রাম ফটিকছড়ি পৌরসভার ২নং ওয়ার্ডে পুকুরে ডুবে ৪ বছরের এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৬ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে পৌরসভায় উত্তর রাঙ্গামাটিয়া গ্রামের মোঃ জামান চৌধুরীর নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শিশু কন্যা প্রবাসী মোহাম্মদ বাবুলের বড় মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে ২নং ওয়ার্ড কাউন্সিলর মো: রাকিব বলেন- বাড়ির পাশে মিলাদুন্নবীর (স:) মাহফিল হচ্ছিল। এরই ফাঁকে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে ডুবে যায় শিশুটি। কিছুক্ষণ পর স্থানীয়রা দেখতে পেয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
খবর পেয়ে তার বাবা প্রবাস থেকে রওনা দিয়েছে। উনি আসার পর মেয়েটির দাফন হবে।