ফজল আহাম্মদ স্মৃতি একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

| সোমবার , ১৫ ডিসেম্বর, ২০২৫ at ১১:৫২ পূর্বাহ্ণ

ড্রিম ক্রিকেট একাডেমির আয়োজনে ফজল আহাম্মদ স্মৃতি একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট গতকাল রোববার নগরীর মহিলা কমপ্লেক্স মাঠে শুরু হয়। সকালে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করেন মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক ও চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজের সভাপতি সরোয়ার আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ নেছার আহমেদ, মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আলমগীর, সাবেক অধ্যক্ষ মো. বাদশা আলম, উপাধ্যক্ষ লায়লা নাজনীন রব, সাংবাদিক ও ক্রীড়া সংগঠক সাইফুল্লাহ্‌ চৌধুরী ও নাছির আহাম্মদ। টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মো. আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্রিকেট প্রশিক্ষক আর ডি নাথ কাজল। টুর্নামেন্টে ৮টি দল ২টি গ্রুপে বিভক্ত হয়ে লড়াই করছে। উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম ক্রিকেট একাডেমি ১৩৫ রানের বড় ব্যবধানে ‘ট্রিপল এ’ ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের রাফি উদ্দিন (৯৬ রান) ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। তাকে পুরস্কার প্রদান করেন প্রবাল ভট্টাচার্য। ২য় ম্যাচে আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি ১৪ রানে ড্রিম ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। ম্যান অফ দা ম্যাচ হয় সুব্রত শীল (৫ উইকেট)। তাকে পুরস্কার প্রদান করেন আবুল কালাম।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় সাংবাদিকদের অলিম্পিক ফুটবল টুর্নামেন্টে দেয়াং দল চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধসাংবাদিকদের খেলায় ভুল ধরবেন সোহান