ফজলুল কবির চৌধুরী ছিলেন সৎ ও সাহসী রাজনীতিক

স্মরণসভায় বক্তারা

রাউজান প্রতিনিধি | শনিবার , ১০ সেপ্টেম্বর, ২০২২ at ৬:৫৯ পূর্বাহ্ণ

বিশিষ্ট রাজনীতিবিদ, পার্লামেন্টারিয়ান, রাউজান কলেজসহ বিভিন্ন শিক্ষা ও মানবিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম এ কে এম ফজলুল কবির চৌধুরীর ৫০তম মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
গতকাল শুক্রবার গহিরা নিজ বাড়ির জামে মসজিদে খতমে কোরআন, মিলাদ মাহফিল, ফাতেহা শরীফের আয়োজন করা হয়। সকালে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাউজানের প্রতিটি ইউনিয়নের জনপ্রতিনিধি, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পৌরসভা, উপজেলা ও থানা প্রশাসন। সকাল থেকে শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য দীপংকর তালুকদার এমপি, ফটিকছড়ির নারীর সংসদ সদস্য খাতেজাতুন আনোয়ার সনি, আন্তর্জাতির যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের আইজীবী এডভোকেট রানা দাশ গুপ্ত, পরিবারের পক্ষ থেকে ফজলুল কবির চৌধুরীর পুত্র রাউজানের সাংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, ফজলে শহীদ চৌধুরী, ফারাজ করিম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ সিকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, ইউপি চেয়ারম্যান লায়ন সরোয়ার্দী সিকদার, ভূপেশ বড়ুয়া, শফিকুল ইসলাম, আব্বাস উদ্দিন আহমদ, লায়ন সাহাবুদ্দীন আরিফ, শফিকুল ইসলাম, প্রিয়তোষ চৌধুরী, বিএম জসিম উদ্দিন হিরু, নিজাম উদ্দিন আহমেদ, সৈয়দ আবদুল জব্বার সোহেল, নুরুল আবছার বাশি, রোকন উদ্দিন, বাবুল মিয়া, পৌর কাউন্সিলর বশির উদ্দিন খান, কাজী ইকবাল, শওকত হাসান, আজাদ হোসেন, জসিম উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম চৌধুরী, খোরশেদ আলম, সারজু মো. নাছের, শওকত হোসেন, হাসান মো. রাসেল, তছলিম উদ্দিন, মুছা আলম খাঁন, আব্দুল লতিফ, সৈয়দ হোসেন কোম্পানি, ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান মাসুদ, শাখাওয়াত হোসেন পিবলু, অনুপ চক্রবর্তী, মো. আসিফ প্রমুখ।
রাউজান উপজেলা পরিষদ : একেএম ফজলুল কবির চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বলেন, মরহুম ফজলুল কবির চৌধুরী ছিলেন একজন সৎ ও সাহসী রাজনীতিক। পাকিস্তানী শাষক গোষ্ঠির জুলুম নির্যাতনের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্ছার থাকতেন। গতকাল উপজেলা পরিষদের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে এই স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদের সঞ্চালনায় সভায় আলোচক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, কৃষি কর্মকর্তা এমরান হোসেন, পূর্বগুজরা ইউনিয়নের চেয়ারম্যান আব্বাস উদ্দিন, পশ্চিম গুজরার চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ, রাউজান সদর ইউনিয়নের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, কদলপুর ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ চৌধুরী প্রমুখ। এরআগে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় উপজেলা পরিষদের আয়োজনে মসজিদের খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপোড়া মাতামুহুরীর চার কালভার্টের মুখের মাটি অপসারণ
পরবর্তী নিবন্ধসাপের কামড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু