পড়ন্ত এ বেলায়

রনিতা জামান | রবিবার , ২৯ নভেম্বর, ২০২০ at ১০:৪৯ পূর্বাহ্ণ

আজ এই পড়ন্তবেলায় মনে পড়ে যায়,
কখন কোন শৈশবে, লুকোচুরি লুকোচুরি খেলাচ্ছলে,
উড়ন্ত এক রঙিন প্রজাপতি ছুঁয়েছিল হাত আমার!

হঠাৎ করেই ধরতে গিয়ে, মাখামাখি হয়ে গেল দুটি হাত,
কি যে এক রঙ ছোঁয়ানো জাদু ছিল!
যা আজও স্বপ্নের মত চোখের সামনে
উড়তে দেখি সেই রঙিন প্রজাপতি!

কখন যেন আবারও ভোর হয়,
কুয়াশায় মাখানো শিশির ভেজা বিন্দুগুলোকে,
দু’হাতে ছুঁয়ে দিতে দিতে মনে হয়ছিল,
এই তো কৈশোরের হাতছানি দিয়ে যায় আমায়,
আজও তা স্বপ্নে বুনি বার বার!

আর ঠিক যখন সমুদ্র স্নানের আনন্দে মেতে
উঠেছিলাম, ঠিক তখন হাতে উঠে এসেছিল
জীবন্ত একটি ঝিনুক, নোনা বালির তলা হতে!
তার অস্তিত্ব আজও জুড়ে আছে আমার
সমস্ত শরীরের চেতনা প্রবাহে!
মৃদুমন্দ গতিতে সে ঝিনুকের
অবিরাম চলা আজও ভুলতে পারি না!

ছুঁয়েছিল তারুণ্যে,
ভ্রুপল্লবের কাঙ্ক্ষিত ইশারায় আজও আমি,
পথভোলা তরুণী অচেনা অরণ্যে চিনেছি তোমাকে প্রিয়তম!
আজও অবিরত অনুপম মুগ্ধতার জলে আমি তোমাকেই
বার বার আঁকি অপারগ শব্দের অঞ্জলিতে!

সেই তো আমার প্রথম জীবনের সাঁতার,
আজ জীবনের পড়ন্ত এবেলায় এত পথ
পার হয়ে এসেও আজও বুঝিনি তো, সে কি আমার?

পূর্ববর্তী নিবন্ধভুল করে ভুল বোঝো না
পরবর্তী নিবন্ধশীত আনে