তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী কার্যক্রমের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে চীন। পাশাপাশি দেশটির পক্ষ থেকে বলা হচ্ছে, প্রয়োজনে বলপ্রয়োগ করে হলেও স্বায়ত্ত্বশাসিত দ্বীপটি দখল করবে তারা। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরের জেরে তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া শুরু করে চীন। ওই সফরে এসে পেলোসি বলেন, চীন তাইওয়ানকে পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে চায়। গতকাল চীনের তাইওয়ান বিষয়ক অফিসের পক্ষ থেকে প্রকাশিত একটি হোয়াইট পেপারে এ সব কথা জানানো হয়। বলা হয়, আমরা শান্তিপূর্ণ পুনর্মিলনের জন্য ছাড় দিতে প্রস্তুত। কিন্তু কোনোভাবেই বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের জন্য কাউকে ছেড়ে দেব না। চীন শক্তির ব্যবহার করা ছাড়বে না এবং আমরা সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অধিকার রাখি।