তিউনিসিয়া উপকূলে নৌকা উল্টে ৬ অভিবাসনপ্রত্যাসীর মৃত্যু

এজিয়ানে নিখোঁজ কয়েক ডজন

| বৃহস্পতিবার , ১১ আগস্ট, ২০২২ at ৭:১১ পূর্বাহ্ণ

তিউনিসিয়া উপকূলে নৌকা উল্টে ৬ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির একটি বার্তা সংস্থা। এজিয়ান সাগরে অভিবাসনপ্রত্যাশী বোঝাই আরেকটি নৌকাডুবির ঘটনায় ২৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনও কয়েক ডজন নিখোঁজ। মঙ্গলবার তিউনিসভিত্তিক বার্তা সংস্থা টিএপি জানায়, তিউনিসিয়া উপকূলে উল্টে যাওয়া নৌকাটিতে যে ৩০ আরোহী ছিল তারা সবাই তিউনিসিয়ার নাগরিক। নৌকাটি তিউনিসিয়া থেকে ইতালি যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে। ডুবে মৃত ছয় তিউনিসীয়র মধ্যে তিন নারী ও বাকি তিনটি শিশু বলে টিএপির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কোস্টগার্ড, নৌবাহিনী ও বেসামরিক সুরক্ষা ইউনিটগুলো নৌকাটির ২০ আরোহীকে জীবিত উদ্ধার করতে পেরেছে এবং বাকিদের খোঁজে অভিযান চলছে। খবর বিডিনিউজের। এজিয়ান সাগরে ডুবে যাওয়া নৌকাটির ২৯ জনকে গ্রিসের কোস্টগার্ড গতকাল উদ্ধার করেছে। তুরস্কের আনতালিয়া থেকে ইতালির দিকে রওনা দেওয়া নৌকাটিতে ৬০ থেকে ৮০ আরোহী ছিল বলে উদ্ধার অভিবাসনপ্রত্যাশীদের বরাত দিয়ে জানিয়েছেন কোস্টগার্ডের এক মুখপাত্র। এজিয়ানের দক্ষিণাঞ্চলে কার্পাথোস দ্বীপের কাছে নৌকাটি উল্টে যাওয়ার পর ডুবে যায়। গতকাল ভোরের দিকে তীব্র বাতাসের মধ্যেই উদ্ধার অভিযান শুরু হয়, বলেছেন মুখপাত্র নিকোস কোক্কালাস। উদ্ধার অভিবাসনপ্রত্যাশীরা আফগান, ইরান ও ইরাকের নাগরিক।

পূর্ববর্তী নিবন্ধসিঙ্গাপুর ছেড়ে এবার থাইল্যান্ডে যাচ্ছেন রাজাপাকসে
পরবর্তী নিবন্ধপ্রয়োজনে বলপ্রয়োগ করে হলেও তাইওয়ান দখল করা হবে : চীন