প্রোটিয়াদের হারিয়ে শিরোপা জিততে চায় বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজের ফাইনাল আজ

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ১০ আগস্ট, ২০২৫ at ১২:১০ অপরাহ্ণ

জিম্বাবুয়ের মাটিতে অনুষ্ঠানরত অনূর্ধ্ব১৯ ত্রিদেশীয় সিরিজের ফাইনাল আজ। হারারে স্পোর্টস গ্রাউন্ডে আজকের ফাইনালে বাংলাদেশের যুবারা মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। এরই মধ্যে গত শুক্রবার শেষ হয়েছে সিরিজের লিগ পর্ব যেখানে বাংলাদেশ অনূর্ধ্ব১৯ দল ছয় ম্যাচের ৫টিতে জিতেছে। একটি ম্যাচে হেরেছে কেবল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সিরিজে স্বাগতিক জিম্বাবুকে তিন ম্যাচের তিনটিতেই হারিয়েছে। অপর প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাকে প্রথম ম্যাচে হারালেও দ্বিতীয় ম্যাচে এসে হেরে যায়। সে ম্যাচটিতে ৫ উইকেটে হেরেছিল বাংলাদেশ দল। তবে লিগ পর্বের তৃতীয় দেখায় ১ উইকেটে দাক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল বাংলাদেশ। লিগ পর্বের তিন দেখায় সুষ্পষ্ট এগিয়ে বাংলাদেশ দল। আজ আসল লড়াইয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের পালা বাংলাদেশের যুবাদের।

এই ত্রিদেশীয় সিরিজে খেলতে যাওয়ার আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২১ ব্যবধানে হারিয়েছিল। সে সুখ স্মৃতি নিয়ে আজ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। প্রোটিয়া যুবারা নিশ্চয়ই প্রতিশোধ নিতে চাইবে আজকের ফাইনালে। অপরদিকে বাংলাদেশ দলও চাইবে নিজেদের শ্রেষ্টত্ব বজায় রাখতে। বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ অণূর্ধ্ব১৯ দলের এই প্রস্তুতি চলছে। আর এই প্রস্তুতিটা বেশ ভালই নিচ্ছে টাইগার যুবারা। দলের ব্যাটিং এবং বোলিং দু বিভাগেই প্রতিটা ম্যাচে দুর্দান্ত খেলছে। যদিও এই সিরিজের লিগ পর্বের ম্যাচ গুলোতে বড় স্কোর গড়তে পারেনি। প্রথম ম্যাচে করেছিল ১৪৮ রান। অবশ্য সেটা পরে ব্যাট করে। দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে করেছিল ১৭৫ রান। আর তৃতীয় ম্যাচে ১২৯ রান করেছিল পরে ব্যাট করে। বাংলাদেশের বোলাররা প্রোটিয়াদের ১২৮ রানে আটকে দিয়েছিল। পরে ব্যাটাররা অবশ্য সে রান তুলতে ৯ উইকেট হারিয়ে বসেছিল। কথায় আছেনা শেষ ভাল যার সব ভাল তার। আজকের ফাইনালে দক্ষিন আফ্রিকাকে আরেকবার হারিয়ে শিরোপা জিতে দেশে ফিরতে চায় বাংলাদেশ দল। দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম জানিয়েছেন তারা ফাইনালের জণ্য প্রস্তুত। দলের সবাই নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে। এখন মাঠে নেমে কেবল নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলেই হলো।

পূর্ববর্তী নিবন্ধডারউইনে পৌঁছেছে বাংলাদেশ ‘এ’ দল
পরবর্তী নিবন্ধতালিকায় নেই বাংলাদেশের লিগ বিপিএল