প্রেস ক্লাব-সাইফ পাওয়ারটেক বার্ষিক ক্রীড়ায় ক্যারম প্রতিযোগিতার ফলাফল

| সোমবার , ১৫ নভেম্বর, ২০২১ at ১১:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেস ক্লাব-সাইফ পাওয়ারটেক লিমিটেড বার্ষিক ক্রীড়ার ক্যারম অনূর্ধ্ব পঞ্চাশ এককের গ্রুপ পর্বের খেলা গতকাল রোববার সম্পন্ন হয়। ক গ্রুপে ম. শামসুল ইসলাম সবুর শুভকে পরাজিত করে এবং খ গ্রুপে রতন বড়ুয়া মিন্টু চৌধুরীকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছেন। একইভাবে ঘ গ্রুপে মো. কুতুব উদ্দিন প্রতিপক্ষকে হারিয়ে এবং গ গ্রুপে সাইদুল ইসলাম সুবল বড়ুয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছেন। এর আগে গ গ্রুপে সাইদুল ইসলাম রেজা মুজাম্মেল ও ফরিদ উদ্দিনকে এবং সুবল বড়ুয়া সুমন ঘোষকে পরাজিত করে পরবর্তী রাউণ্ডে উন্নীত হন। খেলাসমূহ পরিচালনা করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় বিভাগ ফুটবল লিগের দলবদল আজ শুরু
পরবর্তী নিবন্ধনাঈমের ছোবলে নীল রাজশাহী, স্বস্তিতে নেই চট্টগ্রামও