চট্টগ্রাম প্রেস ক্লাব- সাইফ পাওয়ারটেক লিমিটেড বার্ষিক ক্রীড়ার ব্যাডমিন্টন ইভেন্টের খেলা শুরু হয়েছে। গতকাল ১৪ ডিসেম্বর বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাসের উদ্বোধনী সেশনের মধ্যদিয়ে সিজেকেএস জিমনেশিয়ামে এই ইভেন্টের বেশ কয়েকটি খেলা সম্পন্ন হয়েছে। ব্যাডমিন্টন পঞ্চাশোর্ধ্ব এককে দেবাশীষ বড়ুয়া দেবু জসীম চৌধুরী সবুজকে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয়েছেন।
একই গ্রুপের দ্বৈতে দেবাশীষ বড়ুয়া দেবু-মোহাম্মদ ফারুক জুটি ই পারভেজ ফারুকী-স্বপন কুমার মল্লিক জুটিকে এবং মো. নিযাম উদ্দিন-আবু জাফর মোহাম্মদ হায়দার জুটি সাইফুল্লাহ চৌধুরী-ইউসুফ সবুর জুটিকে হারিয়ে ফাইনালে উন্নীত হয়েছেন।
ব্যাডমিন্টন পুরুষ এককে শরীফুল হক চৌধুরী রবি শংকর চক্রবর্তীকে হারিয়ে এবং সুমন গোস্বামী মু. মিজানুর রহমানকে হারিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করেছেন। একই গ্রুপের দ্বৈতে রাহুল দাশ নয়ন-রবি শংকর চক্রবর্তী প্রতিপক্ষকে হারিয়ে সেমিফাইনালে ওঠেন।
খেলাসমূহ পরিচালনায় ছিলেন প্রেস ক্লাবের ক্রীড়া উপ-কমিটির আহবায়ক দেবাশীষ বড়ুয়া দেবু। সহযোগিতায় ছিলেন আম্পায়ার মোর্শেদ খান। এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, নাসির উদ্দিন তোতা, সিজেকেএস এর ব্যাডমিন্টন সম্পাদক দিদারুল আলমসহ ব্যাডমিন্টনের বিভিন্ন গ্রুপে অংশগ্রহণকারী সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।