প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে শেখ রাসেল আন্তঃশ্রেণি ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা গতকাল অনুষ্ঠিত হয়েছে। স্কুলের হলরুমে আয়োজিত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর।
প্রেসিডেন্সি এডুকেশনের রেক্টর ড. ইমাম হাসান রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সিনিয়র স্কুল উপাধ্যক্ষ ই ইউ এম ইনতেখাব স্বাগত বক্তব্য রাখেন।
ইংরেজি বিভাগের শিক্ষক তাহেরা বাশার এবং সারজিল মোস্তফা সায়েমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ জসিম উদ্দিন বক্তব্য রাখেন। মাসব্যাপী এ প্রতিযোগিতায় লীগ পদ্ধতিতে ২টি গ্রুপে প্রায় ৫শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রেস বিজ্ঞপ্তি।