শাহীন গলফ এন্ড কান্ট্রি ক্লাবে গত ২৬–২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট। এতে সিনিয়র ক্যাটাগরি বিভাগে বিজয়ী হন এস এ এম একরাম মিন্টু (গ্রস ৪৩ এবং নেট ৩৪)। তার হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি এয়ার ভাইস মার্শাল হায়দার আবদুল্লাহ। এর আগে গত ৫ ডিসেম্বর ভাটিয়ারী গলফ এন্ড কান্ট্রি ক্লাবে অনুষ্ঠিত গলফ প্রতিযোগিতায় একরাম মিন্টু বেস্ট পার ফাইভ এস ট্রফি লাভ করেছিলেন। গলফের বিভিন্ন প্রতিযোগিতায় তিনি নিয়মিত সাফল্য অর্জন করে আসছেন।












