প্রায় ছয় মাস পর চলচ্চিত্রের শুটিংয়ে ফিরলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস; এফডিসিতে ‘প্রেম প্রীতির বন্ধন’ শিরোনামে নতুন একটি চলচ্চিত্রের দৃশ্যধারণে অংশ নিচ্ছেন তিনি। খবর বিডিনিউজের।
ছবিতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন তরুণ অভিনেতা জয় চৌধুরী। ছবিটি পরিচালনা করছেন সোলায়মান আলী লেবু। গতকাল বুধবার অপু জানান, সোমবার থেকে ছবির দৃশ্যধারণে তিনি অংশ নিয়েছেন। আরও সপ্তাহখানেক দৃশ্যধারণ চলবে। ছবিটি নিয়ে তিনি বেশ আশাবাদী।
এর আগে ২০২০ সালের নভেম্বরে তরুণ পরিচালক বন্ধন বিশ্বাসের ‘ছায়াবৃক্ষ’ চলচ্চিত্রের দৃশ্যধারণে অংশ নিয়েছেন। তারপর আর কোনও চলচ্চিত্রের দৃশ্যধারণে দেখা যায়নি তাকে। ‘প্রেম প্রীতির বন্ধন’ ছবিটি প্রযোজনা করেছে উপমা কথাচিত্র। ছবিতে অপু-জয় ছাড়াও অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা।
গত বছরের মার্চে মুক্তি পেয়েছে অপু অভিনীত ছবি ‘প্রিয় কমলা’; ছবিটি ঈদে টেলিভিশনেও দেখানো হয়েছে। দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ও সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর গল্পে টালিগঞ্জের ছবি ‘শর্টকাট’ চলচ্চিত্রের দৃশ্যধারণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ছবি দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে।