প্রিয় মাতৃভূমি

উত্তম কুমার চক্রবর্ত্তী (৩১,১১৮) | বুধবার , ২২ ডিসেম্বর, ২০২১ at ১০:৩৯ পূর্বাহ্ণ

আকাশে যখন হঠাৎ দেখি
উঠছে হেসে রবি,
মাতৃভূমি বাংলা তোমায়
হৃদয় দিয়ে ভাবি।

রাখাল ছেলে গরুর পাল
যাচ্ছে নিয়ে মাঠে,
পাখির ডাকে শান্তি আসে
ভাবছি বসে ঘাটে।

গ্রাম বাংলার মাঠ জুড়ে সব
সোনার ফসল ফলে,
কৃষক ফসল দেখতে পেয়ে
হাসিতে পথ চলে।

পদ্মা মেঘনা সাগর জলে
ইলিশ খেলা করে,
মাছে ভরা সাগর নদে
জেলে মাছ ধরে।

পূর্ববর্তী নিবন্ধলেয়ার লেভিন ও মুক্তির গান
পরবর্তী নিবন্ধআমরা