তোমার সাথে বৃষ্টিতে ভিজবো বলে
ভিজা-ই হলো না আর বৃষ্টিতে।
তোমার সাথে লুকোচুরি খেলবো বলে
আর যাওয়াই হলো না কাশবন।
তোমার সাথে ভোরে শিউলি কুড়াবো বলে
হলো না নেয়া ফুলের ঘ্রাণ আজো
তোমার সাথে শীতের সকালে
গরম ধোঁয়া ওঠা চা খাবো ভেবেছিলাম
কিন্তু তাও যে হলো না।
নিজের অজান্তে একদিন ভেবেছিলাম
তোমাকে আমার দরকার
বিধাতার বাঁধনে হলো সব
তবে প্রিয়জন হয়ে নয়, প্রয়োজনে।
কাশবনে না হয় নাইবা গেলাম
ভিজা হলো না বৃষ্টিতে
শিউলির গন্ধ গায়ে মাখা হলো না
তোমার মনের দৃষ্টিতে।