মুজিব বর্ষ সিজেকেএস লিবার্টি গ্রুপ প্রিমিয়ার, ১ম বিভাগ ও মহিলা ভলিবল লিগ আজ ৪ অক্টোবর সোমবার থেকে সিজেকেএস প্রশিক্ষণ মাঠে শুরু হচ্ছে। করোনার কারণে গত বছর এ লিগ হতে পারেনি। একবছর বিরতি দিয়ে আবার এ লিগ শুরু হচ্ছে। গতকাল রোববার এ লিগ শুরু উপলক্ষে এক সংবাদ সম্মেলন সিজেকেএস কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সিজেকেএস ভলিবল কমিটির সম্পাদক অহীদ সিরাজ চৌধুরী স্বপন। লিখিত বক্তব্যে জানানো হয় এবারের প্রিমিয়ার ভলিবল লিগে নির্ধারিত ১২ টি দল অংশ নিচ্ছে। দলগুলোকে লটারির মাধ্যমে ৩টি গ্রুপে ভাগ করা হয়েছে। ১ম বিভাগ ভলিবল লিগে নির্ধারিত ১৬ টি দলকে লটারির মাধ্যমে ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে। মহিলা ভলিবল লিগ উম্মুক্ত। এতে মোট ১৫ টি দল অংশগ্রহণ করছে। লিবার্টি গ্রুপ প্রিমিয়ার, ১ম বিভাগ ভলিবল লিগ আজ ৪ অক্টোবর বিকাল ৩ টায় সিজেকেএস প্রশিক্ষণ মাঠে শুরু হবে। সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে এ লিগের উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন লিবার্টি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইলিয়াছ। প্রিমিয়ার বিভাগের সর্বনিম্ন পয়েন্ট অর্জনকারী দল ১ম বিভাগে অবনমিত হবে। ১ম বিভাগের শীর্ষস্থান অধিকারী দল প্রিমিয়ার বিভাগে উত্তীর্ণ হবে। লিগ সমূহ সম্পন্ন করতে মোট ২,২৫,০০০ টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে। লিবার্টি গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইলিয়াছ প্রতিবারের ন্যায় এবারও এ ভলিবল লিগে আর্থিক পৃষ্ঠপোষকতা প্রদান করছেন। এবারের লিগে কোন জাতীয় খেলোয়াড় কিংবা চট্টগ্রামের বাইরের কোন খেলোয়াড় অংশ নেবেন না। করোনা সতর্কতার কারনেই এ ব্যবস্থা নেয়া হয়েছে।
সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক ও ভলিবল কমিটির চেয়ারম্যান সৈয়দ শাহাবুদ্দীন শামীমের সভাপতিত্বে এবং সিজেকেএস নির্বাহী সদস্য ও ভলিবল কমিটির সম্পাদক অহীদ সিরাজ চৌধুরী স্বপনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য এবং ফুটবল সম্পাদক মো. শাহজাহান, ভলিবল কমিটির ভাইস চেয়ারম্যান মো. শোয়েব,সিরাজুল মজনু, যুগ্ম সম্পাদক শামীম আহমেদ, কাউন্সিলর তানভির আহমেদ, মকসুদুর রহমান বুলবুল, আকতারুজ্জামান।