চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং মাওয়া গ্রুপ এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগের শিরোপা জিতেছে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব । গত শনিবার রাতে সিজেকেএস জিমনেশিয়ামে অনুষ্ঠিত ফাইনালের দুই ইভেন্টেই ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে সরাসরি সেটে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নওজোয়ান। দু দলের দুই বিদেশীর এককের লড়াইয়ে সহজেই জিতেছে আগ্রাবাদ নওজোয়ান। আর দ্বৈতের লড়াইয়ে নওজোয়ানের জয় ২–০ ব্যবধানে। পুরুষ এককের ফাইনালে আগ্রাবাদ নওজোয়ানের মালয়েশিয়ান শার্টলার লি চি উই ২১–১১ এবং ২১–১২ পয়েন্টে ব্রাদার্স ইউনিয়নের মালয়েশিয়ান শার্টলার জুলফিকারকে পরাজিত করে।
আর পুরুষ দ্বৈতে আগ্রাবাদ নওজোয়ানের মিজান এবং লি চি উই জুটি ২১–১৫ এবং ২১–৬ পয়েন্টে সরাসরি দুই সেটে ব্রাদার্স ইউনিয়নের গৌরব এবং জুলফিকার জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জণ করে। এই সহজ জয়ে এক মৌসুম পর আবারো ব্যাডমিন্টন লিগের শিরোপা ঘরে তুলল আগ্রাবাদ নওজোয়ান। চেষ্টা করেও সফল হতে পারেনি ব্রাদার্স ইউনিয়ন। ফলে হার মানতে হয়েছে। সন্তুষ্ট থাকতে হয়েছে রানার্স আপ ট্রফি নিয়ে। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরন করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান মাওয়া গ্রুপ এর পরিচালক গোলাম মোস্তফা। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ–সভাপতি দিদারুল আলম, এ.কে.এম. এহসানুল হায়দার চৌধুরী (বাবুল), যুগ্ম সম্পাদক মো. মশিউর রহমান চৌধুরী ও আমিনুল ইসলাম, ব্যাডমিন্টন কমিটির সম্পাদক মো. দিদারুল আলম, সিজেকেএস নির্বাহী সদস্য সৈয়দ আবুল বশর, হাসান মুরাদ বিপ্লব, নাসির মিঞা, সিজেকেএস কাউন্সিলর আকতারুজ্জামান, মাহমুদুর রহমান মাহবুব, মো. এনামুল হক, রায়হান উদ্দীন রুবেল, আলী হাসান রাজু, জাফর ইকবাল, ইকবাল মোর্শেদ, ব্যাডমিন্টন কমিটির যুগ্ম সম্পাদক মোর্শেদ খান, সদস্য এনামুল হক, তৌহিদ হোসেন, জসিম উদ্দীন, নিমশান জাহাঙ্গীর সহ অংশগ্রহণকারী দলের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ।