প্রিমিয়ার ডিভিশন ব্যাডমিন্টন লিগ শুরু কাল

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২৪ ডিসেম্বর, ২০২১ at ১০:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং মাওয়া গ্রুপ এর পৃষ্ঠপোষকতায় মুজিববর্ষ সিজেকেএস প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগ শুরু হচ্ছে আগামীকাল। এম এ আজিজ স্টেডিয়ামস্থ জিমন্যাশিয়াম হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাডমিন্টন লিগের উাদ্বোধন করবেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্পন্সর প্রতিষ্ঠান মাওয়া গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক হাজ্বী মোহাম্মদ আলম ববি। এবারের প্রিমিয়ার লিগ ব্যাডমিন্টন তিনটি ইভেন্টে অনুষ্ঠিত হবে। ইভেন্ট সমুহ হচ্ছে পুরুষ-একক, পুরুষ-দ্বৈত এবং পুরুষ একক। এই লীগে সিজেকেএস অনুমোদিত ১০টি ক্লাব অংশগ্রহণ করছে। এবারের প্রিমিয়ার লীগে বিভিন্ন ক্লাবের হয়ে দেশ সেরা খেলোয়াড়রা অংশগ্রহণ করছে। এবারের প্রিমিয়ার ডিভিশন ব্যাডমিন্টন লিগের বাজেট ধরা হয়েছে তিন লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা। বাজেটের পুরো অর্থ স্পন্সর প্রতিষ্ঠান মাওয়া গ্রুপ প্রদান করবে। গতকাল লিগের প্রাক্কালে সিজেকেএস সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সিজেকেএস ব্যাডমিন্টন সম্পাদক দিদারুল আলম। বক্তব্য রাখেন ব্যাডমিন্টন কমিটির চেয়ারম্যান আমিনুল ইসলাম এবং স্পন্সর প্রতিষ্টান মাওয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজি মোহাম্মদ আলম ববি। এ সময় উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক মোঃ মশিউর রহমান চৌধুরী, সিডিএফএ সভাপতি এস.এম শহীদুল ইসলাম, সিজেকেএস নির্বাহী সদস্য আবুল হাসেম, গোলাম মহিউদ্দীন হাসান, মোহাম্মদ শাহজাহান, নাসির মিঞা, সিজেকেএস ব্যাডমিন্টন কমিটির যুগ্ম সম্পাদক মোরশেদ খান, সদস্য আখতারুজ্জামান, নিমশান জাহাঙ্গীর, মো. জসিম উদ্দিন, তৌহিদ হোসেন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধএক সঙ্গে তিন ফরম্যাটে খেলা অসম্ভব বললেন সাকিব
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু ভলিবলে বাংলাদেশের জয়