প্রিমিয়ার ক্রিকেট লিগে দ্বিতীয় জয় পেল রাইজিং জুনিয়র

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৬ মার্চ, ২০২৩ at ৮:০৮ পূর্বাহ্ণ

গত আসরে প্রথম বিভাগ থেকে প্রিমিয়ার ডিভিশনে উঠে এসে দারুণভাবে এগুচ্ছে রাইজিং স্টার ক্লাব জুনিয়র। এরই মধ্যে লিগে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে রাইজিং স্টার জুনিয়র। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রাইজিং স্টার জুনিয়র ৫ উইকেটে পরাজিত করে সিটি কর্পোরেশন একাদশকে। বল হাতে শরীফুল ইসলামের ৫ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে মিজানুর রহমানের দুর্দান্ত ব্যাটিং সহজ জয় এনে দেয় রাইজিং স্টার জুনিয়রকে।

 

লিগে এটি তাদের দ্বিতীয় জয়। ফলে রেলিগেশন থেকে অনেকটাই মুক্ত দলটি। অপরদিকে সিটি কর্পোরেশন একাদশ ৭ ম্যাচের তিনটিতে জিতেছে। গতকাল টসে জিতে ব্যাট করতে নামা সিটি কর্পোরেশন একাদশ প্রথম ওভারেই উইকেট হারায়। দ্বিতীয় উইকেটে মনজুর এবং জাবেদ মিলে যোগ করেন ৬৩ রান। ৪৪

বলে ৩৩ রান করে ফিরেন মনজুর আলম। এরপর দলকে টেনে নিয়ে যান আবু নেওয়াজ লিখন। তবে রাইজিং স্টার জুনিয়রের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এর সামনে পড়ে রানের চাকাকে খুব বেশি সচল করতে পারছিলনা সিটি কর্পোরেশন একাদশের ব্যাটাররা। ফলে লিখনের হাফ সেঞ্চুরি সত্ত্বেও ১৮১ রানে থামে

সিটি কর্পোরেশন একাদশ। ৯০ বল খেলে ৫২ রান করে অপরাজিত থাকেন লিখন। এছাড়া অন্যান্যের মধ্যে জাবেদ ৩৬ এবং বাবু করেন ১৭ রান। রাইজিং স্টার জুনিয়রের পক্ষে ১০ ওভার বল করে ৩৩ রান খরচায় ৫টি উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন আরমান এবং হাশিম।

১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১২ রানে প্রথম উইকেট হারায় রাইজিং স্টার জুনিয়র। তবে ওপেন করতে নামা মিজানুর রহমান ছিলেন অপ্রতিরোধ্য।

যদিও একেবারে কাছে গিয়েও নিজের সেঞ্চুরিটা তুলে নিতে পারলনা সঙ্গীর স্বার্থপরতার কারণে। তার রান যখন ৯৩। তখন অপ্রত্যাশিতভাবে রান আউটের শিকার হয়ে ফিরেন মিজানুর। তার ডাকে সাড়া দেননি তার সঙ্গী অছিয়র রহমান। ফলে সেঞ্চুরি থেকে ৭ রান দূরে থাকতে ফিরতে হয় মিজানুরকে। তার ৮৭

বলের ইনিংসে ১৩টি চার এবং ২টি ছক্কার মার ছিল। শেষ পর্যন্ত ৩৪.৫ ওভারে ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে রাইজিং স্টার জুনিয়র। দলের পক্ষে অন্যান্যের মধ্যে আল আমিন ১৮, বিজয় ১০, অছিয়র রহমান ২১ এবং রাকিবুল হাসান করেন ১৩ রান। সিটি কর্পোরেশন একাদশের পক্ষে একটি করে উইকেট নেন রনি চৌধুরী, মনজুর আলম, সাজ্জাদ হোসেন এবং বেলাল।

আজকের খেলা : আবাহনী লিঃ বনাম ইস্পাহানী এস সি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দর কাপ অনূর্ধ্ব-১২ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৬.৬১ কোটি টাকা