প্রিমিয়ার কাবাডি লিগে কাস্টমস ও ১ম বিভাগে চট্টগ্রাম আবাহনী চ্যাম্পিয়ন

| মঙ্গলবার , ২৮ ডিসেম্বর, ২০২১ at ৯:০১ পূর্বাহ্ণ

মুজিববর্ষ সিজেকেএস প্রিমিয়ার ও ১ম বিভাগ কাবাডি লিগের খেলা সম্পন্ন হয়েছে। প্রিমিয়ারে কাস্টমস স্পোর্টস ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল সোমবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রিমিয়ার ডিভিশনের খেলায় কাস্টমস স্পোর্টস ক্লাব ৫৫-২৪ পয়েন্টে ফায়ার সার্ভিস স্পোর্টিং ক্লাবকে এবং ব্রাদার্স ইউনিয়ন ৪৪-১৯ পয়েন্টে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে পরাজিত করে। লিগে রানার্স আপ হয় ব্রাদার্স ইউনিয়ন। এদিকে ১ম বিভাগ কাবাডি লিগে গতকালের খেলায় বাকলিয়া একাদশ ৬৫-২৬ পয়েন্টে উল্লাস ক্লাবকে এবং চট্টগ্রাম আবাহনী লি: ৩৯-২৫ পয়েন্টে চ.ব.ক. ক্রীড়া সমিতি (সাদা) কে পরাজিত করে। এ লিগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চট্টগ্রাম আবাহনী লি: এবং রানার্স আপ হয় বাকলিয়া একাদশ। এই দুই লিগের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের তারিখ পরবর্তীতে জানানো হবে।

পূর্ববর্তী নিবন্ধভলিবলে মালদ্বীপকে হারাল বাংলাদেশের মেয়েরা
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন