প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সাহিত্য সেমিনার

| শুক্রবার , ২১ জুলাই, ২০২৩ at ৫:১৯ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ইংরেজি বিভাগের আয়োজনে সমপ্রতি মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত হয়। ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খানের সভাপতিত্বে সেমিনারে কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম উইলিয়াম শেঙপিয়রের নাটক কিং লিয়ারের ওপরে তাঁর গবেষণাপত্র ‘আ স্টাডি অব কিং লিয়ার এজ মোর আ ফাদার দ্যন আ কিং’ এবং প্রভাষক দুহিতা চৌধুরী তাঁর সাহিত্যভিত্তিক গবেষণাপত্র ‘অন্টোলজিক্যাল ইনসিকিউরিটি অব ম্যারিঃ আ সাইকোপ্যাথোলোজিক্যাল স্টাডি অব লেসিংস দ্য গ্রাস ইজ সিঙ্গিং’ পাঠ করেন। দুটো গবেষণাপত্রেই মানবমনের ভেতরকার গভীর আবেগ, দ্বন্ধ ও রহস্য নিয়ে আলোকপাত করা হয়েছে।সহকারী অধ্যাপক মোহাম্মদ সোলায়মান চৌধুরীর সঞ্চালনায় এতে আলোচক হিসেবে সহকারী অধ্যাপক শহীদুল আলম চৌধুরী, সহকারী অধ্যাপক শান্তনু দাশ এবং প্রভাষক জাগরণ দে মিল্টন তাঁদের মতামত প্রদান করেন। সভাপতি সাদাত জামান খান সমাপনী বক্তব্য রাখেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে নতুন জেলা প্রশাসকের যোগদান
পরবর্তী নিবন্ধদেশ বিরোধী চক্রকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার সুযোগ দেওয়া হবে না