প্রায় ১০ হাজার পরীক্ষার্থী অংশ নেয়নি চট্টগ্রামে

বিসিএস প্রিলিমিনারি

আজাদী প্রতিবেদন | শনিবার , ২০ মার্চ, ২০২১ at ৬:০৯ পূর্বাহ্ণ

গতকাল (১৯ মার্চ) সারাদেশের ৮টি বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হয়েছে ৪১-তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। চট্টগ্রামের ৩২টি কেন্দ্রেও শান্তিপূর্ণভাবে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে চট্টগ্রামের প্রায় ১০ হাজার পরীক্ষার্থী গতকালের পরীক্ষায় অংশ নেয়নি।
চট্টগ্রাম জেলাপ্রশাসন সূত্রে জানা গেছে-চট্টগ্রামে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৫ হাজার ৯৩৯ জন। এর মধ্যে শুক্রবার অনুষ্ঠিত পরীক্ষায় ২৬ হাজার ২৭৯ জন পরীক্ষার্থী অংশ নেন। বাকি ৯ হাজার ৬৬০ জন অনুপস্থিত ছিলেন। অর্থাৎ প্রায় ১০ হাজার পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। হিসেবে প্রতি একশ জন পরীক্ষার্থীর মাঝে প্রায় ২৭ জন করে অনুপস্থিত ছিলেন। সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে চট্টগ্রামের কেন্দ্রগুলোতে পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানান জেলাপ্রশাসনের স্টাফ অফিসার মো. ওমর ফারুক। কোন ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্খিত কোন ঘটনা ঘটেনি। বহিষ্কারের কোন ঘটনাও ঘটেনি বলে জানান তিনি। জেলাপ্রশাসনের তথ্য অনুযায়ী- প্রতি কেন্দ্রে একজন করে ৩২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কেন্দ্রগুলোতে দায়িত্বে ছিলেন। স্বাস্থ্য বিধি প্রতিপালনে প্রতিটি কেন্দ্রে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা ছিল। ইনফ্রারেড থার্মোমিটারের মাধ্যমে তাপমাত্রা মেপেই প্রত্যেক পরীক্ষার্থীকে ঢুকানো হয়েছে কেন্দ্রে। একটি কেন্দ্রে কয়েকজনের তাপমাত্রা বেশি পাওয়ায় তাদের বিশেষ ব্যবস্থায় আলাদা ভাবে পরীক্ষা নেয়া হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক।

পূর্ববর্তী নিবন্ধসাকিব, টাকাই কি সব?
পরবর্তী নিবন্ধসাবধানী নিউজিল্যান্ডের সামনে বাংলাদেশ