আগামী ১১ এপ্রিল চকরিয়া পৌরসভা নির্বাচন। নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ফিরে পেয়েছেন জাতীয় পার্টি মনোনীত মনোহর আলম। যাচাই-বাছাইয়ের সময় আয়কর সনদ না থাকায় বাতিল করা হয়েছিল তার মনোনয়নপত্র। পরে আয়কর সনদ জমা দিয়ে জেলা প্রশাসকের কাছে আপিল করার মাধ্যমে প্রার্থীতা ফিরে পেলেন তিনি। একইভাবে সাধারণ কাউন্সিলর পদে ৬ নম্বর ওয়ার্ডে বাতিল হওয়া জয়নাল আবেদীনও প্রার্থীতা ফিরে পেয়েছেন। ঘোষিত তফসিল অনুযায়ী, গতকাল বুধবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন। এদিন তিনজন কাউন্সিলর প্রার্থী দাখিলকৃত মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। তারা হলেন, ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নূর হোসেন, ৪ নম্বর ওয়ার্ডের ফরিদুল ইসলাম এবং ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর নজরুল ইসলাম। উপজেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয়ের প্রধান সহকারী মো. নুরুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ নিয়ে মেয়র পদে চারজন, ৩টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ১৪ জন এবং ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৫০ জনসহ সর্বমোট ৬৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। চকরিয়া পৌরসভায় মোট ভোটার রয়েছেন ৪৮ হাজার ৭২৪ জন। চকরিয়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এবং ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ জানান, ঘোষিত তফসিল অনুযায়ী আজ বৃহস্পতিবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর থেকে আনুষ্ঠানিক প্রচারণায় নামতে পারবেন প্রার্থীরা।







