প্রান্তিক কৃষকদের মাঝে আরকেএস ফাউন্ডেশনের ফসলের বীজ বিতরণ

| বুধবার , ১৭ এপ্রিল, ২০২৪ at ৭:০৮ পূর্বাহ্ণ

কুতুবদিয়া উপজেলার বায়ু বিদ্যুৎকেন্দ্র এলাকায় গত রবিবার আরকেএস ফাউন্ডেশনের আয়োজনে বিভিন্ন ফসলের বীজ শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ করা হয়। আরকেএস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন মো. জাহেদুল করিম সিকদার বাপ্পি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।

বক্তব্যকালে তিনি বলেন, কৃষকদের ভাগ্য পরিবর্তন করার জন্য বর্তমান সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তিনি আরো বলেন, এমন এক সময় ছিলো কৃষকদের সারের জন্য গুলি খেয়ে মরতে হয়েছে। কিন্তু বর্তমান সরকারের আমলে সার ও বীজ

কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাংবাদিক মুজিব উল্ল্যাহ তুষার। সংগঠক আসহাব উদ্দিনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন মোহাম্মদ জুনাইদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফিরিঙ্গিবাজারে আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান
পরবর্তী নিবন্ধবাবা চড় মেরেছিলেন রেগে, দেয়ালে মাথা লেগে মারাই গেল শিশুটি