প্রাথমিকের ১০,২১৯ সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

| শুক্রবার , ৭ নভেম্বর, ২০২৫ at ৫:১৮ পূর্বাহ্ণ

সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ হাজার ২১৯টি সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। বুধবার অধিদফতরের মহাপরিচালক (রুটিন দায়িত্ব) রাজা মোহাম্মদ আবদুল হাই স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম পর্যায়ে রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল স্থায়ী নাগরিকরা উল্লিখিত নির্দেশনা বা শর্ত অনুযায়ী আবেদন করতে পারবেন। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি পরবর্তী ধাপে প্রকাশ করা হবে। খবর বাসসের।

বেতনস্কেল ও বয়স : ২০১৫ সালের বেতনস্কেল অনুযায়ী ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা (গ্রেড১৩)। আবেদনকারীর বয়স ৩০ নভেম্বর ২০২৫ তারিখে ন্যূনতম ২১ বছর, সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং কোন স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

আবেদনের শর্তাবলী: আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ শুরু হবে ৮ নভেম্বর ২০২৫ (সকাল ১০:৩০ মি.) এবং শেষ হবে ২১ নভেম্বর ২০২৫ (রাত ১১:৫৯ মি.)

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশে আর কেউ আ. লীগ হতে পারবে না
পরবর্তী নিবন্ধআনোয়ারায় ব্যাটারি চুরিকে কেন্দ্র করে মারামারি, দিনমজুর নিহত