সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ হাজার ২১৯টি সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। বুধবার অধিদফতরের মহাপরিচালক (রুটিন দায়িত্ব) রাজা মোহাম্মদ আবদুল হাই স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম পর্যায়ে রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল স্থায়ী নাগরিকরা উল্লিখিত নির্দেশনা বা শর্ত অনুযায়ী আবেদন করতে পারবেন। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি পরবর্তী ধাপে প্রকাশ করা হবে। খবর বাসসের।
বেতনস্কেল ও বয়স : ২০১৫ সালের বেতনস্কেল অনুযায়ী ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা (গ্রেড–১৩)। আবেদনকারীর বয়স ৩০ নভেম্বর ২০২৫ তারিখে ন্যূনতম ২১ বছর, সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং কোন স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।
আবেদনের শর্তাবলী: আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ শুরু হবে ৮ নভেম্বর ২০২৫ (সকাল ১০:৩০ মি.) এবং শেষ হবে ২১ নভেম্বর ২০২৫ (রাত ১১:৫৯ মি.)।












