প্রাণেশ

নাসরিন জাহান মাধুরী | মঙ্গলবার , ৭ জুন, ২০২২ at ৫:৫৫ পূর্বাহ্ণ

আজ সকালে মিষ্টি রোদের নামে
ভাবছি বুঝি বৃষ্টি গেছে থেমে
দৃষ্টি আমার ঐ সুদূরের পানে
আলোর খেলায় কুহক ডাকে মনে

একটু পরেই আকাশ করে কালো
বইলো বাতাস বৃষ্টি নেমে এলো
জানলা খুলে উদাস আমার চোখ
মন কুহকের দূরের সুরেই সুখ

দূরের সুরেই সুখের বাঁশি বাজে
প্রাণেশ আমার সকল সুখের মাঝে।

পূর্ববর্তী নিবন্ধঘুমের উপর অনলাইন আসক্তির নেতিবাচক প্রভাব
পরবর্তী নিবন্ধজীবনের রসনাবিলাস