প্রাণের ছোঁয়া

মৃণালিনী চক্রবর্তী | শনিবার , ২২ অক্টোবর, ২০২২ at ৫:৫৮ পূর্বাহ্ণ

হেমন্তের নবান্নের মতো, বাংলার ঘরে ঘরে গোলা পূর্ণ ফসলের মতো, নবান্নের সুঘ্রাণে ভরা প্রকৃতির মতো, বইমেলা করলো আন্দোলিত সুরভিত আলোকিত আনন্দিত। এপার ওপার বাংলায় ছড়িয়ে গেল তার ঘ্রাণ প্রাণতা। শেখ রাসেল ছোটদের বইমেলা এই নামকরণে এই প্রথম চট্টগ্রামে বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি শিল্পকলা একাডেমির বৃহৎ পরিসরে ছোটদের বইমেলা আয়োজন করেছে। মেলায় বড়দের ও বড় লেখকদের আনাগোনা ও সম্পৃক্ততা কমতি ছিল না। বাংলাদেশের অনেক অঞ্চল থেকে অনেক কবি বন্ধুরা পাটাতনে নিজেকে ব্যক্ত করার, আনন্দানুভূতিতে নিমগ্ন হওয়ার, আনন্দায়ন রচনা করেছেন। তাদের বিজ্ঞতা, জ্ঞানতা, শব্দশৈলীর বিচক্ষণ বদ্ধতা রসের স্রোত তৈরি করেছেন বইমেলার রঙ্গমঞ্চে। সুধীজনে, লেখকদের নন্দনকাননে ভালবাসার সফলতার আপ্লুতধারা উদ্বেলিত হয়েছে চয়নে। এই আয়োজন পরিকল্পক কর্তধার কবি সাংবাদিক রাশেদ রউফ আর চট্টগ্রাম একাডেমির একঝাঁক নবীন প্রবীণ লেখক সদস্য রথের সারথি। প্রাণবন্ত প্রাণের ছোঁয়া এককরে ছড়িয়ে দিয়েছেন সকলে। এমন নিকুঞ্জ বিহার সৃষ্টি অনেক ত্যাগ ও শুদ্ধ শ্রম সাধনায় হয়। সবাইকে এক করে এক সারিতে আনা খুবই কঠিন কাজ।

এটাও এখানে পরিলক্ষিত হয়। মানুষই ভালো করতে পারে। অন্য প্রাণী নয়। বই মেলার মূল কাঠামোতে আছে নানা আয়োজন, অনুষ্ঠান, সম্মাননা, আলোচনা, ছড়া ও কবিতা পাঠ, আবৃত্তি প্রতিযোগিতা। দক্ষতার পরিচয়ে কবি সাহিত্যিক, আলোচকরা তাদের অংশগ্রহণ ব্যক্ততা ব্যঞ্জনায় পরিপূর্ণতায় পৌঁছিয়েছে বইমেলাকে। উৎস খুঁজে উৎসাহিত ও উৎসারিত করা একাডেমির প্রাণচাঞ্চল্য ও প্রাণশক্তি। পাঁচ দিনের এই আসর উৎসব নানা বৈচিত্র্য কর্মকুশলে সজ্জিত করা হয়েছে। কোন ফাঁক নেই, অনবদ্য। দেশের বাইরের দূরের বহুদূরের কবিদের লেখা আবৃত্তি করার মধ্য দিয়ে তাদের আনন্দ আশাকে সম্মান ও সম্পৃক্ত করা হয় মেলায়। এই আয়োজনে পাঁচ দিনে একশত বায়াত্তরের মতো নবীন প্রবীণ কবি তাদের স্বরচিত ছড়া ও কবিতা পাঠ করে অনুষ্ঠানকে ঋদ্ধ করে তুলেছেন। তাদের উপস্থিতি, প্রতিদিনের আনাগোনা শিল্পকলা অঙ্গনকে নন্দনকাননে পরিণত করেছে। আলোচনায় দেশের বিভিন্ন প্রান্তের এবং পশ্চিমবঙ্গের দুই জন সহ প্রায় বেয়াল্লিশ জনের উপরে অংশগ্রহণ।

সমারোহে পরিণত করেছে। ড. পার্থজিৎ গঙ্গোপাধ্যায়, রতনতনু ঘাটীর আলোচনা দিগন্তের পথ খুঁজে দিয়েছে অজানার সোপানে। তাছাড়া প্রত্যেকের আলোচনায় প্রশংসা মুখর ও এগিয়ে চলার পথ উন্মুক্ত করেছে সকলের হৃদয়ে। আলোকিত মঞ্চের রূপকারে দ্বিতীয় দিন ছিল বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির সম্মাননা অনুষ্ঠান। পাঁচ জন সারা দেশ থেকে আমন্ত্রিত। তপংকর চক্রবর্তী, সনজীব বড়ুয়া, রোকেয়া খাতুন রুবি, হাসনাত আমজাদ, আশরাফুল আলম পিন্টু। প্রত্যেকেই অবদানে অবধারিত পথচলা। শিখর ছোঁয়া।

পূর্ববর্তী নিবন্ধএকটাই মোমবাতি!
পরবর্তী নিবন্ধসৌদামিনীরা ভালো নেই