চট্টগ্রাম ক্লাব লিমিটেডের ব্যাংকুইট হলে গতকাল বুধবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫বি৪ এর প্রাক্তন জেলা গভর্নরদের সম্মাননা অনুষ্ঠান। জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষের সভাপতিত্বে প্রাক্তন জেলা গভর্নর সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদ্য প্রাক্তন আন্তর্জাতিক পরিচালক লায়ন কাজী আকরাম উদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন গ্যাট ভাইস এরিয়া লিডার লায়ন নাজমুল হক, ভাইস এরিয়া লিডার, ক্যাম্পেইন হান্ড্রেড লায়ন ওয়াহিদুর রহমান আজাদ এবং সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য। প্রধান অতিথি বলেন, প্রাক্তন জেলা গভর্নররা লায়ন্স জেলার প্রাণ। তাদের সেবাবর্ষের সময় লায়নিজমের পতাকা বহন করেছেন। সেই পতাকাতলে আমাদের এই লায়ন্স জেলা একটি সুন্দর বছর অতিবাহিত করেছে। তাদের দেখানো পথ ধরেই আমাদের এই লায়ন্স জেলা উত্তরোত্তর সফলতা দেখা পেয়েছে, সামনে আরো এগিয়ে যাবে। বিশেষ অতিথি লায়ন নাজমুল হক, সমাজের উৎকর্ষ চিত্তের মানুষদের লায়নিজমের প্রতি উৎসাহিত করার জন্য প্রাক্তন জেলা গভর্নরদের আহ্বান জানান।
দৈনিক আজাদী সম্পাদক, একুশে পদকপ্রাপ্ত ও প্রাক্তন জেলা গভর্নর লায়ন এম এ মালেক বক্তব্যে বলেন, মানুষকে সেবা করার ধর্মই লায়নিজম। এই চিন্তা উপলব্ধি করে এই জেলার লায়নরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিবে এবং জেলা উত্তরোত্তর সমৃদ্ধি বয়ে আনবেন।
জেলা গভর্ণর লায়ন আল সাদাত দোভাষ বলেন, এই জেলার সম্মানকে সমুন্নত রাখতে তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। সেবা দিয়ে যাচ্ছেন সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের। হাসি ফোটাচ্ছেন হাজারও পরিবারের সদস্যদের মুখে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, অনুষ্ঠান কমিটির চেয়ারম্যান লায়ন কোহিনুর কামাল।
ফুল দিয়ে বরণ করে নেয়া হয় প্রাক্তন জেলা গভর্নর লায়ন এম এ মালেক, লায়ন নাজমুল হক চৌধুরী, লায়ন রুপম কিশোর বড়ুয়া, লায়ন শামসুল হক, লায়ন আনোয়ার শওকাত আফছার, লায়ন মো. কবির উদ্দিন ভূঁইয়া, লায়ন নুরুল ইসলাম, লায়ন এস এম সামসুদ্দিন, লায়ন মো. মোস্তাক হোসাইন, লায়ন মো. মঞ্জুর আলম মঞ্জু, সিএলএফ চেয়ারম্যান এবং প্রাক্তন জেলা গভর্নর লায়ন নাছির উদ্দিন চৌধুরী, লায়ন কামরুন মালেককে।
প্রাক্তন জেলা গভর্নররা তাদের অনুভূতি প্রকাশ করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫বি১ এর প্রাক্তন জেলা গভর্নর লায়ন হাবিবুর রহমান, জেলা গভর্নর লায়ন শাহেনা রহমান, লায়ন্স জেলা ৩১৫ বি২ এর জেলা গভর্নর লায়ন এস কে কামরুল, লায়ন্স জেলা ৩১৫ বি৪ এর জেলা গভর্নর (ইলেক্ট) লায়ন শেখ সামসুদ্দিন আহমেদ সিদ্দিকী, লায়ন জেলা ৩১৫ বি১ এর জেলা গভর্নর (ইলেক্ট) শরীফ আলী খান, লায়ন্স জেলা ৩১৫ বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্নর (ইলেক্ট) লায়ন এম ডি এম মহিউদ্দিন চৌধুরী, কেবিনেট সেক্রেটারী লায়ন এস এম আশরাফুল আলম আরজু, কেবিনেট ট্রেজারার লায়ন আবু বক্কর সিদ্দিকী, জিএলটি জেলা কো-অর্ডিনেটর লায়ন মো. ওসমান গণি, জিএমটি জেলা কো-অর্ডিনেটর লায়ন হাসান মাহমুদ চৌধুরী, জিএসটি জেলা কো-অর্ডিনেটর লায়ন জি কে লালা, কনভেনশন চেয়ারম্যান লায়ন অশেষ কুমার উকিল, কনভেনশন সেক্রেটারী লায়ন ইমতিয়াজ ইসলাম, অনুষ্ঠান সেক্রেটারী লায়ন জাহানারা বেগম, ট্রেজারার লায়ন নিশাত ইমরান প্রমুখ। সঞ্চালনা করেন আরসি হেড কোয়ার্টার লায়ন জাহাঙ্গীর মিয়া, ডিস্ট্রিক্ট সেক্রেটারী লায়ন নাসরিন ইসলাম এবং লুবনা হুমায়ুন সুমি। প্রেস বিজ্ঞপ্তি।












