প্রাক্তন

মল্লিকা বড়ুয়া | রবিবার , ১ নভেম্বর, ২০২০ at ৫:৩৬ পূর্বাহ্ণ

গ্রামের মেঠোপথে হাঁটতে হাঁটতে
হঠাৎ তোমার দেখা পেলাম,
কেমন আছো?
ভালো
তারপর
কতোদিন পর তোমার দেখা!
তাই?
আমি তো জানি,
দিন নয় বছর কতো হলো?
কেমন আছো বলো,
চলছে।
মনে পড়ে সেসব দিন?
নদীর জলে হাত ভিজিয়ে
কাটতো সারাদিন।
শাপলার বিলে ফুল তোলা আর
মাছ ধরা চলতো একসাথে
দিনশেষে ফিরতাম শুধুই খালি হাতে।
হারানো সেসব দিন
মনে ভাসে রাত্রি দিন,
মনে পড়ে সেই দিন
ভালোবাসার বিনিময়ে আংটি চেয়েছিলে!
আমি খুব করে হেসেছিলাম
আর তোমায় বলেছিলাম
পাগল।
আজ এতোগুলো বছর পরেও
জ্বলজ্বলে স্মৃতি।
আবার দেখা হলো শহুরে রাস্তায়
গালে হাত দিয়ে বসে আছো,
আমি বললাম কেমন আছো?
চমকে ফিরে তাকালে
আর বললে
ভালো আছি।
পরের স্টেশনে তুমি নেমে গেলে
আমি ফিরে গেলাম
সেই পুরনো দিনে
স্মৃতি রোমন্থনে!

পূর্ববর্তী নিবন্ধবদলে গেছে দিন
পরবর্তী নিবন্ধবিপন্ন শহরে এক আদম!