প্রস্তাবিত বাজেট টেকসই উন্নয়নের ভিত্তিপ্রস্তর তৈরি করে দেবে

নতুন বাজেটকে স্বাগত জানিয়েছে নগর আ.লীগ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২ জুন, ২০২৩ at ৫:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী ও সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ..ম নাছির উদ্দীন সরকার ঘোষিত নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছেন।

এক যুক্ত বিবৃতিতে গতকাল তাঁরা বলেছেন একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রস্তাবিত বাজেটটি বাস্তবতা ও বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষিতে ইতিবাচক দিক নির্দেশনা; যাতে আগামী অর্থবছরে ৭ দশমিক ৫০ শতাংশ প্রবৃদ্ধির হার অর্জনের লক্ষ্য রয়েছে এবং যেখানে প্রায় ৬ দশমিক ৫০ শতাংশ মুদ্রাস্ফীতি মোকাবেলার ইতিবাচক পদক্ষেপের ফলক রয়েছে। এই বাজেটের মূল দর্শন হলো ২০৪১ সালের মধ্যে সুখীসমৃদ্ধ ও উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা। এছাড়াও গত দেড় দশকে বর্তমান সরকারের তত্ত্বাবধানে বাংলাদেশের অর্জনের ক্ষেত্রে একটি টেকসই উন্নয়নের ভিত্তিপ্রস্তর তৈরি করে দিয়েছে। বিবৃতিতে তাঁরা আরো বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের চারটি মূল স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত হবে। সেগুলো হচ্ছে স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্মেন্ট, স্মার্ট সোসাইটি এবং স্মার্ট ইকোনোমি। তাই বলা চলে ২০২৩২৪ অর্থবছরের বাজেটটি হবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রথম বাজেট। এবারের প্রস্তাবিত বাজেটে সংগত কারণে স্বাস্থ্য, কৃষি, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে বলে উল্লেখ করে তাঁরা বলেন, কেউ কেউ এই বাজেটকে উচ্চাভিলাসী বলে মন্তব্য করলেও এই বাজেটটি শতভাগ জনবান্ধব এবং গণমানুষের আশাআকাঙ্ক্ষা ও চাওয়াপাওয়ার নিরিক্ষে এই বাজেটে একটি গণমুখী ও জনবান্ধব সরকারের ইতিবাচক বৈশিষ্টের প্রতিফলন ঘটেছে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে কোহিনুর স্টিল শিপ ইয়ার্ডের ইজারা বাতিল
পরবর্তী নিবন্ধবিদেশ থেকে স্বর্ণ আনলে ভরিতে কর ৪ হাজার টাকা