হুট করে অন্যরকম এক চেহারা নিয়ে হাজির হলেন পশ্চিমবঙ্গের অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাকে এই বেশে দেখে রীতিমত চমকে ওঠেছেন ভক্তরা! খবর বাংলানিউজের। মাথায় প্রায় চুল নেই, মুখে কাঁচা-পাকা দাড়ি। চেক শার্ট ও লুঙ্গি পরে পুকুরের পাড়ে বসে রয়েছেন প্রসেনজিৎ। এমন ছবি গতকাল সোমবার সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন অভিনেতা নিজেই। টুইটের পোস্ট করার ছবিটির রহস্য অবশ্য ক্যাপশনে জানিয়ে দিয়েছেন প্রসেনজিৎ। মূলত নির্মাতা সৌভিক কুণ্ডু পরিচালিত ‘আয় খুকু আয়’ সিনেমায় এমন লুকে দেখা যাবে তাকে। সিনেমাটির দ্বৈত চরিত্রে অভিনয় করবেন তিনি। এ প্রসঙ্গে প্রসেনজিৎ বলেন, আমি আর জিৎ অনেক দিন ধরেই ভালো চিত্রনাট্যের অপেক্ষায় ছিলাম। আমরা দুজনে এমন একটা কাজ করতে চাইছিলাম, যাতে এই করোনা আবহে দর্শকদের সিনেমা হলে ফিরিয়ে আনা যায়।এতে প্রসেনজিতের মেয়ের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে। আরও রয়েছেন সোহিনী সেনগুপ্ত ও রাহুল দেব বসু। শোনা যাচ্ছে, গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বাংলাদেশের রাফিয়াথ রাশিদ মিথিলাকে।