যাচ্ছে ‘ন ডরাই’,আসছে ‘গোলন্দাজ’

| মঙ্গলবার , ১৬ নভেম্বর, ২০২১ at ১০:৩৩ পূর্বাহ্ণ

সাফটা চুক্তির আওতায় এবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে দেব অভিনীত কলকাতার সিনেমা ‘গোলন্দাজ’। আর এর বিনিময়ে কলকাতায় রপ্তানি করা হয়েছে ‘ন ডরাই’ সিনেমাটি। তথ্যটি নিশ্চিত করেছে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ। তিনি জানান, সব ঠিক থাকলে আমরা ১৯ নভেন্বর সিনেমাটি মুক্তি দিতে চাই। কলকাতার জনপ্রিয় চিত্রনায়ক দেবের ‘গোলন্দাজ’, বাংলাদেশে আমদানি করেছে শো মোশন লিমিটেডের ব্যানারে স্টার সিনেপ্লেক্স। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে, এরই মধ্যে বাংলাদেশের সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘গোলন্দাজ’। ভারতীয় ফুটবলের আদিপুরুষ নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর জীবন ও তদানীন্তন সময়ের ফুটবল চর্চা অবলম্বনে নির্মিত সিনেমাটি শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে কলকাতায় মুক্তি পেয়েছে ১০ অক্টোবর। ধ্রুব ব্যানার্জি পরিচালিত সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহে আয় করে দুই কোটিরও বেশি টাকা। অন্যদিকে ‘ন ডরাই’ সিনেমাটি স্টার সিনেপ্লেঙ প্রযোজিত সিনেমা। এটি ২০১৯ সালের ২৯ নভেম্বর বাংলাদেশে মুক্তি পায়। এতে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শরিফুল রাজসহ অনেকে। সিনেমাটি ৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ ৬টি বিভাগে পুরস্কৃত হয়।

পূর্ববর্তী নিবন্ধচতুর্থ শিল্প বিপ্লবের সুফল অর্জনের লক্ষ্যে কারিগরি শিক্ষা দিচ্ছে ইউসেপ
পরবর্তী নিবন্ধপ্রসেনজিতের এ কী হাল!