প্রশিক্ষণের মাধ্যমে মৎস্য চাষ ও মাছের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব

পোনামাছ অবমুক্তকরণকালে মোছলেম উদ্দিন

| বুধবার , ২৭ জুলাই, ২০২২ at ৫:১৪ পূর্বাহ্ণ

জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে বোয়ালখালী উপজেলায় পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বোয়ালখালী উপজেলা সদর পুকুর সহ বিভিন্ন পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ। তিনি বলেন, মাছ উৎপাদনে বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন চতুর্থ। মৎস্য খাত বাংলাদেশের প্রধান উৎপাদনশীল খাতগুলোর মধ্যে একটি। এ জন্য মাছ উৎপাদনের খাতকে সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। সরকার দেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে মৎস্য চাষিদের মাঝে ধারাবাহিকভাবে বিতরণ করছে খাদ্য উপকরণ। তিনি আরো বলেন, বাংলাদেশে শতকরা ৮০% ভাগ আমিষের চাহিদা পূরণ করে মাছ। মাছ চাষে কোন লোকসান হয় না যদি পুকুরের বন্যার পানি না ঢুকে। মাছ চাষ করে স্বাবলম্বী যেমন হওয়া যায়, তেমনি বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে মৎস্য চাষ ও মাছের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। স্থানীয় প্রাণীজ আমিষের চাহিদা পূরণসহ আর্থ-সামাজিক উন্নয়নে মৎস্য চাষের বিকল্প নেই এবং মাছ চাষে বিস্তার ঘটাতে হবে।উপজেলা প্রশাসন আয়োজিত পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আ.লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, পৌরসভা মেয়র জহুরুল ইসলাম জহুর, থানা অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক, চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, চেয়ারম্যান শফিউল আজম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো, দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুল্লাহ, উপজেলা এলজিইডি প্রকৌশলী রেজাউল করিম, রেজাউল করিম বাবুল, এম এ ঈছা, নাসির উদ্দিন, নুরুল আবছার হিরা, মো. শফিকুল আলম, মহিউদ্দিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধএই সরকার জনগণের কল্যাণে কিছু করেনি
পরবর্তী নিবন্ধকক্সবাজারে দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা